সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
পেট্রলবোমায় ৭ জন নিহতের মামলায়

কুমিল্লার আদালতে এম কে আনোয়ার

কুমিল্লার আদালতে এম কে আনোয়ার

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় ৭ জন নিহতের মামলায় কুমিল­ার আদালতে হাজির হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে তিনি সোমবার দুপুরে কুমিল­ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নালিশি আদালত-৫ এ হাজির হন।

এম কে আনোয়ারের আইনজীবী মো. হারুনুর রশিদ জানান, পেট্রলবোমা হামলায় ৭ জন নিহতের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে কুমিল­ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আ স ম শহীদুল­া কায়সারের আদালতে হাাজির হয়েছেন। তবে মামলার মূলনথি কুমিল­ার আদালতে না আসায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। নথি দেখা সাপেক্ষে পরবর্তী আদেশ প্রদান করা হবে বলে জানান এম কে আনোয়ারের আইনজীবী।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় ৭ জন নিহতের ঘটনায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি  চৌদ্দগ্রাম থানায় এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৫৬ জনকে আসামি করে  মামলা দায়ের করেন। ঘটনার প্ররোচনাদাতা হিসেবে ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এমকে আনোয়ারসহ কয়েকজন বিএনপি’র কেন্দ্রীয় নেতার নাম রয়েছে।
 

 

বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর