সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে আপহরণ

মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে আপহরণ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খাল এলাকা থেকে বনদস্যু আকাশ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে আপহরণ করেছে।

শনিবার রাতে জেলেরা মাছ ধরার সময় বনদস্যু আকাশ বাহিনীর সদস্যরা ১ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এসব জেলেদের অপহরণ করে সুন্দরবনের গহীণ অরণ্যে নিয়ে যায়। আপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার কাইনমারী এলাকায়।

আপহৃতদের মধ্যে ৪ জেলের নাম জানাগেছে। তারা হলেন অনন্ত মাঝি, স্বপন বিশ্বাস, পিয়াল হাওলাদার ও দিনেশ সরদার।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ মো. বেলায়েত হোসেন বনদস্যু আকাশ বাহিনীর হাতে ১২ জেলে আপহরণের ঘটনা নিশ্চিত করে জানান, আপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও র‌্যাবের সহয়তা চাওয়া হয়েছে। তাদের উদ্ধারে দুপুর থেকে কোস্টগার্ড ও র‌্যাব অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট ১৫/ সালাহ উদ্দীন  


 

সর্বশেষ খবর