সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ আটক মো. মন্টু মৃধা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

অপরদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলার আরেক আসামী মো. মজিবর রহমানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আজ সোমবার বিকেলে মজিবরের উপস্থিতিতে এবং মন্টুর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। মন্টু জেলার বাবুগঞ্জ উপজেলার মেঘিয়া গ্রামের আ. গনি মৃধার ছেলে।

জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম জানান, ২০১৩ সালের ৮ জানুয়ারী রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ মন্টু মৃধার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৮৩ বোতল ফেন্সিডিলসহ মন্টুকে আটক করে তারা। তবে মন্টুর সহযোগি মজিবর পালিয়ে যায়। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মামলা করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাছুমুর রহমান ওই বছরের ১৮ ফেব্রুয়ারি মন্টু ও মজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উপরোক্ত দণ্ডাদেশ দেন।

বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট ১৫/ সালাহ উদ্দীন  


 

সর্বশেষ খবর