মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

রংপুরে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন রাখার দায়ে রংপুরে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদক বিক্রেতা নূরুজ্জামান ও তার স্ত্রী রোকসানা বেগম ডিসকো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ২ সেপ্টেম্বর রংপুরের আলমনগর এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসাবে পরিচিত রোকসানা বেগম ডিসকোর বাড়িতে অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কোতয়ালি থানার ত‍ৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রায়হানুল রাজ দুলাল বাদী হয়ে একটি মামলা করেন।

মামলা আসামি করা হয়-মাদক বিক্রেতা রোকসানা বেগম ও তার স্বামী নুরুজ্জামানসহ আরও চারজনকে।

পরে তদন্ত শেষে ৪জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোকতারুর রহমান।

সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে দীর্ঘ শুনানির পর আসামি রোকসানা বেগম ডিসকো ও তার স্বামী নুরুজ্জামানকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি জহির রায়হান ও সাদিয়া আখতার আশাকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি নুরুজ্জামান আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী রোকসানা বেগম অনুপস্থিত ছিলেন। আইনজীবীরা জানান, রোকসানাকে গ্রেফতারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।

মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন রংপুর জেলার সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মালেক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান।

বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট ১৫/ সালাহ উদ্দীন  
 
 
 
 
  
 

সর্বশেষ খবর