বুধবার, ৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নোয়াখালীতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব

নোয়াখালীতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় নোয়াখালীর বিভিন্ন স্থানে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নারী, শিশু ও বয়ষ্ক লোকজন জ্বর, সর্দি, কাশি, পেটের পিড়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ভুগছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুকুর, ডোবা নালা, খালের পানি একাকার হয়ে যাওয়ায় অনেক এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব সমস্যায় সবচেয়ে বেশি ভুগছে হতদরিদ্র মানুষ। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না এদের অনেকেই।

এ ব্যপারে জেলার সিভিল সার্জন জানান, কিছু কিছু এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিলেও এখন তা মহামারির আকার ধারণ করেনি। তবে, এ সংকট মোকাবেলা তাদের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/০৫ অাগস্ট, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর