বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার ৩৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব উপজেলায় ৫৬১টি সহকারী শিক্ষকের পদও শূন্য। এর মধ্যে নবীনগর, নাসিরনগর, কসবা, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদের সংখ্যা বেশি। দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। পাশাপাশি শূন্য রয়েছে ৫৬১টি সহকারী শিক্ষকের পদ। এর মধ্যে সদর উপজেলায় প্রধান শিক্ষকের ২২টি ও সহকারী শিক্ষকের ৫৫টি, নাসিরনগরে প্রধান শিক্ষকের ৫১ ও সহকারী শিক্ষকের ৯১, সরাইলে প্রধান শিক্ষক ৪২ ও সহকারী শিক্ষক ৯৬, বিজয়নগরে প্রধান শিক্ষক ২০ ও সহকারী শিক্ষক ৬০, আশুগঞ্জে প্রধান শিক্ষক ৫০ ও সহকারী শিক্ষক ৩৪, আখাউড়ায় প্রধান শিক্ষক ৭ ও সহকারী শিক্ষক ২৪, কসবায় প্রধান শিক্ষক ৫৭ ও সহকারী শিক্ষক ৬৮, নবীনগরে প্রধান শিক্ষক ৬৫ ও সহকারী শিক্ষক ৭৫, বাঞ্ছারামপুরে প্রধান শিক্ষক ৩৫ ও সহকারী শিক্ষকের ৫৮টি পদ শূন্য রয়েছে। নবীনগর ও নাসিনগরের শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। এর প্রভাব পড়েছে বিদ্যালয়গুলোর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলেও। জানা যায়, ২০১২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) নাসিরনগর উপজেলার সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের হার শূন্য হওয়ায় শাস্তিস্বরূপ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাইয়াউক ও ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের কয়েকজন অভিভাবক জানান, হাওরবেষ্টিত হওয়ায় তাদের উপজেলার শিক্ষার্থীরা অন্য উপজেলার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। তার উপর রয়েছে শিক্ষক সংকট। কদিন পরই প্রাথমিক সমাপনী পরীক্ষা। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় লেখাপড়া ব্যাহত হচ্ছে। সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘২০১৩ সালের ২২ জুন আমি এই বিদ্যালয়ে যোগদান করি। এখানে সহকারী শিক্ষকের পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য।’ নাসিরনগরের আতুকোড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনা রানি সাহা জানান, দুই থেকে আড়াই বছর ধরে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি ফাঁকা। বর্তমানে ওই বিদ্যালয়ে সাতজনের জায়গায় শিক্ষক আছেন পাঁচজন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য তালিকা সংশ্লিষ্ট অধিদফতর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই তালিকা চূড়ান্ত হলে প্রধান শিক্ষক পদে শিক্ষক পদায়ন করা যাবে। ইতোমধ্যে সরকার সহকারী শিক্ষক নিয়োগের দুটি বিজ্ঞপ্তি দিয়েছে। এ বছরের মধ্যেই সহকারী শিক্ষক পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সর্বশেষ খবর