বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাজস্ব ফাঁকি : খাদ্য গুদাম সিলগালা

পাবনা প্রতিনিধি

উৎপাদিত পণ্য গুদামে রেখে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ায় পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেডের গুদাম সিলগালা করে দিয়েছে কাস্টমস বিভাগ। সোমবার রাতে ওই কোম্পানি অডিটে এসে বিষয়টি রাজশাহী বিভাগীয় কাস্টমসের নজরে এলে গুদামটি সিলগালা করা হয়। কোম্পানি কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মঙ্গলবার জানাজানি হয়। পাবনা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের বিভাগীয় কার্যালয় থেকে একটি টিম পাবনার ইউনিভার্সাল গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানে অডিট পরিচালনা করে। তারা ওই প্রতিষ্ঠানের অডিট সংক্রান্ত কাগজপত্রসহ অবিক্রীত মালামালের হিসাব দেখতে চান। এ সময় কর্তৃপক্ষ অবিক্রীত কোনো মাল গুদামে রাখা হয়নি বলে জানান। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় টিম গ্রুপের বিভিন্ন গুদামে তল্লাশি করে শহরের গাছপাড়ার তড়ঙ্গ প্যাকেজিংয়ের গুদামে ৯ লাখ বক্স টেস্টি স্যালাইন পায়। তাদের এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকায় গুদামটি সিলগালা করে দেয়। এ ব্যাপারে ইউনিভার্সাল ফুড লিমিটেডের জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ তথ্য গোপন ও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করে জানান, কাস্টমস কর্তৃপক্ষ কোম্পানি অডিট করেছে। তারা বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে গুদাম পরিদর্শন করে চলে যান। কোনো গুদাম সিলগালা করা হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর