শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিদিন ডেস্ক

বিসর্জনে শেষ হলো  শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁয় ছোট যমুনায় নৌ-শোভাযাত্রা - বাংলাদেশ প্রতিদিন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীতে গতকাল প্রথম প্রতিমা বিসর্জন দেন নগরীর জিয়া সড়কের জয় দুর্গা কামেশ্বরী মন্দির কমিটির নেতাকর্মী ও ভক্তরা। এরপর একে একে নগরীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। জয়পুরহাট : জয়পুরহাট শহরতলি খনজনপুর ছোট যমুনা নদীর শ্মশানঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন উৎসব। হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাড নৃপেন্দ নাথ মণ্ডলসহ পূজা উদযাপন কমিটির নেতারা এ সময়  উপস্থিত ছিলেন। ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীতে একের পর এক প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়া প্রতিমা বিসর্জন দেওয়া হয় জেলা সদরসহ ৬টি উপজেলার বিভিন্ন খাল, বিল, বাঁওড় ও পুকুরে। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি সদর ও হরিণাকুণ্ডু উপজেলার প্রতিটি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি মন্দিরে নিজ তহবিল থেকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শুভাযাত্রায় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ এমপি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল প্রমুখ উপস্থিত ছিলেন। টেকনাফ (কক্সবাজার) : বঙ্গোপসাগরের টেকনাফ মহেষখালীয়পাড়া সি বিচ ঘাট পয়েন্টে কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও ডেইল পাড়া দুর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। চকরিয়া (কক্সবাজার) : মাতামুহুরী ব্রিজ পয়েন্টে নদীর চরে বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াছ। অনুষ্ঠানে উপজেলার ১৩টি মণ্ডপ থেকে প্রতিমা আনা হয়।

সর্বশেষ খবর