মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

উয়ারী জাদুঘর নির্মাণের দাবিতে বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার উয়ারীতে প্রস্তাবিত উয়ারী-বটেশ্বর গঙ্গারিদ্ধি জাদুঘর নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল সকালে উয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উয়ারী, রাঙ্গারটেক ও সোনারুতলা গ্রামের কয়েকশ গ্রামবাসী অংশ নেন। শিক্ষক রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির আহ্বায়ক মনির হোসেন খন্দকার, জাকির হোসেন, আমিনুল হক, ডা. কামাল হোসেন, আহসান উল্লাহ, আসাদুল্লাহ প্রমুখ। প্রসঙ্গত, প্রাচীন দুর্গ নগরী নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নস্থল এলাকায় গঙ্গারিদ্ধি জাদুঘর নির্মাণ ও বিষয়ভিত্তিক প্রদর্শনী স্থাপন শীর্ষক প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু দুই বছর ধরে প্রকল্পের কাজ আটকে আছে।

সর্বশেষ খবর