শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

উদ্ধার শুরু হয়নি, আবার সংকটে সুন্দরবন

পশুর চ্যানেলে কয়লাবাহী জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মংলা বন্দরের অদূরে সুন্দরবন পশুর চ্যানেলের জয়মণির ঘোল এলাকায় ৫১০ টন কয়লা নিয়ে এবার এমভি জিয়ারাজ নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় আবারও সংকটে পড়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন। কয়লাবাহী এ জাহাজডুবির ঘটনা এবার সুন্দরবনের জন্য দীর্ঘস্থায়ী বিষক্রিয়া সৃষ্টি করবে বলে জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা। তাদের মতে, কয়লার সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি সুন্দরবনের পানিতে মিশে বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ছয় প্রজাতির ডলফিন, জীবমণ্ডল ও বায়ুমণ্ডলকে দারুণভাবে দূষিত করবে। এ কয়লামিশ্রিত পানি থেকে সৃষ্ট ক্ষতিকর মিথন গ্যাস সুন্দরবনের শ্বাসমূল উদ্ভিদ ও ডলফিনসহ মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত করবে। এদিকে পূর্ব সুন্দরবন বিভাগ এ জাহাজডুবির ঘটনায় চাঁদপাই রেঞ্জের এসিএফ বেলায়েত হোসেনকে আহ্বয়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুর রহমান নির্দেশ দিয়েছেন। এদিকে মঙ্গলবার রাত ১০টায় চরে ধাক্কা খেয়ে তলা ফেটে ৫১০ টন কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযান শুরু হয়নি। ডুবে যাওয়া এ জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়নি। তবে ডুবে যাওয়া কার্গো জাহাজটির মালিক দিল খান মুঠোফোনে জানান, তিনি ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে ব্যক্তিগত উদ্যোগে একটি উদ্ধারকারী কার্গো ভাড়া করেছেন। মেঘনায় থাকা ওই উদ্ধারকারী কার্গোটি আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেবে বলে তিনি দাবি করেন। এ জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের ৫ কোটি টাকার প্রাথমিক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে গতকাল দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান বাদী হয়ে মংলা থানায় একটি মামলা করেছেন। এ মামলায় ঢাকার সেফ ব্রাদার্স নামের কোম্পানিটির ডুবে যাওয়া এমভি জিয়ারাজ কার্গো জাহাজের মালিক দিল খান ও মাস্টার মো. ভুলু গাজীকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই মংলা থানা অভিযান চালিয়ে জয়মণি ঘোল এলাকা থেকে কার্গোটির মাস্টার ভুলু গাজীকে আটক করেছে।

সর্বশেষ খবর