রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চার বছরেও মেয়র লোকমান হত্যার বিচার হয়নি

নরসিংদী প্রতিনিধি

চার বছরেও বিচার হয়নি নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যার। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের স্থগিতাদেশের ফলে বন্ধ রয়েছে নিম্ন আদালতে বিচার কার্যক্রম। এদিকে ফেসবুকে লোকমান হত্যার এজাহার নামীয় আসামি মোবারক হোসেন মোবার সঙ্গে প্রয়াত মেয়রের স্ত্রী তামান্না নুসরাৎ বুবলীর কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রচার নিয়ে শহরজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ২০১১ সালের ১ নভেম্বর লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়। হত্যার দু দিন পর ৩ নভেম্বর লোকমানের ছোট ভাই বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল বাদী হয়ে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন বাচ্চু ও মন্ত্রীর পিএস মুরাদসহ ১৪ জনকে  আসামি করে হত্যামামলা দায়ের করেন।

সর্বশেষ খবর