সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ফরিদপুরে ডায়রিয়া

হাসপাতালে ভিড় মেঝেতে চিকিৎসা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডায়রিয়া পরিস্থিতি মারাÍক আকার ধারণ করেছে। কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত শত শত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই শিশু। সদর হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে শয্যার। বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা। জানা যায়, শীত শুরু হওয়ায় ফরিদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া। সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দেড় শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। এক সপ্তাহ ধরে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। সদর হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দে ও একই অবস্থা। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা।  এদিকে, ডায়রিয়া আক্রান্তদের আতঙ্কিত না হয়ে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ হিস সায়াদ জানান, রোটা ডায়রিয়া সাধারণত ৪/৫ দিনে ভাল হয়ে যায়। এ সময় তিনি শিশুদের উষ্ণ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিরাপদ পানি পান করানোর পরামর্শ দেন। জেলা সিভিল সার্জন ডা. অসিত রঞ্জন দাস বলেন, ‘বছরের এই সময়টাতে ডায়রিয়া রোগীর ভিড় বাড়ে। আমাদের প্রস্তুতি রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সর্বশেষ খবর