মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বদরগঞ্জে প্রতিবন্ধী নারীসহ বাড়িছাড়া পাঁচ পরিবার

ইউপি চেয়ারম্যানের দাপট

বদরগঞ্জ প্রতিনিধি

রংপুর বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছাহাটের সিদ্ধ ডিম বিক্রেতা শাহজাহান (১২)। তুচ্ছ ঘটনায় গত শুক্রবার তাকে বেদম মারপিট করেন ওই ইউপির চেয়ারম্যান চাপুল শাহ। এ সময় শাহজাহানের প্রতিবন্ধী মা সোহাগি বেগম এসে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে উঠেন চেয়ারম্যান। ঘোষণা দেন সোহাগিসহ তাদের পাঁচ পরিবারের সদস্যদের জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানো হবে। এই ভয়ে ঘটনার পর থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় ওই পাঁচ পরিবার। এদিকে চেয়ারম্যানের লোকজন ওইসব পরিবারের সদস্যদের ধরতে তাদের বাড়িতে পাহারা বসিয়েছেন। প্রতিবন্ধী সোহাগি বেগম জানান, চেয়ারম্যানের ভয়ে তারা বাড়ি ফিরতে পারছেন না। এমনকি শরণাপন্ন হতে পারছেন না থানা পুলিশেরও। ইউপি চেয়ারম্যান চাপুল শাহ বলেন, ‘শাহজাহান নামের ছেলেটি হাটে ডিমের দোকান দিয়ে জুয়া খেলতো। এ জন্য তাকে দোকান দিতে নিষেধ করেছি। ছেলেটি আমার কথা না শোনায় তাকে শাসন করেছি। এ সময় তার মা এসে আমার শার্টের কলার চেপে ধরে আমাকে লাঞ্ছিত করেন। তারা কি কারণে বাড়িছাড়া তা আমার জানা নেই।’ বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, সোহাগি, তার দিনমজুর স্বামী ছামছুল ও নির্যাতনের শিকার শিশু শাহজাহনসহ পাঁচ পরিবারের লোকজন চেয়ারম্যানের ভয়ে বাড়িছাড়া। নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের এক ব্যক্তি জানান, ঘটনার দিন শাহজহান নামের শিশুটি প্রতিদিনের মতো সন্ধ্যায় অরুন্নেছাহাটে সিদ্ধ ডিম বিক্রি করতে আসে। এ সময় চেয়ারম্যান চাপুল শাহ তাকে ডিম বিক্রি করতে নিষেধ করেন। এতে কর্ণপাত না করায় চেয়ারম্যান তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে শিশুটিকে বেদম মারপিট করেন। মা সোহাগি খবর পেয়ে হাটে এসে শিশুসন্তানকে ছেড়ে দেওয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেন। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে সোহাগিকেও মারপিট শুরু করেন। পরে হাটের লোকজন তাদের উদ্ধার করে অন্যত্র পাঠিয়ে দেন। এর পর চেয়ারম্যান ঘোষণা দেন, ওই শিশুটির মাসহ তাদের পরিবারের লোকজনকে ধরে হাটে এনে মারধরসহ জুতার মালা পরিয়ে ঘুরানো হবে। এই ঘোষণা পর থেকে শাহজাহান, তার মা সোহাগি, বাবা ছামছুল, জ্যাঠা শফিকুল, চাচা মিজান, শহিদুল ও আশরাফুলসহ পাঁচ পরিবার পালিয়ে বেড়াচ্ছেন।

সর্বশেষ খবর