বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছয় মাস ধরে পড়ে আছে ৫৮ লাখ টাকার পাইপ

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের পিছনে ছয় মাস ধরে পড়ে আছে ৫৮ লাখ টাকা মূল্যের ২২ লাখ ২৫ হাজার ফুট (দেড় ইঞ্জি) পাইপ। পাইপগুলো সরবরাহকারী সংস্থা ও বিতরণের খাত সম্পর্কে কোনো কাগজপত্র দেখাতে পারছেন না উক্ত অফিস কর্তৃপক্ষ। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

সরেজমিন দেখা যায়, জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের পিছনে একাধিক স্তূপে সারিবদ্ধভাবে পাইপগুলো সাজানো রয়েছে। প্রায় ছয় মাস ধরে এভাবে আছে এগুলো। এখান থেকে পাইপ কোথাও যাচ্ছে না, এমনকি নতুন পাইপ এখানে সংযোজনও হচ্ছে না। ২০ অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় স্থানীয় এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলামকে পাইপগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কোন খাতে দেওয়া হবে জানতে চাইলে প্রকৌশলী বলেন, কাগজপত্র আছে। তবে তিনি তা দেখাতে পারেননি। একই তথ্য চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন ২ নভেম্বর সংশ্লিষ্ট প্রকৌশলীকে চিঠি দেন। তাতেও কোনো সদুত্তর মিলেনি। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে মুন্সিগঞ্জ এলাকার ঠিকাদার ছিদ্দিক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের পিয়ন জলিলসহ অজ্ঞাত ১০/১৫ জন গাড়ি করে রাতের আঁধারে পাইপগুলো এখানে এনে রাখেন। তার পর থেকে ওগুলো এখানেই আছে। পাইপগুলো সরকারি নাকি ব্যক্তি মালিকানা তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট প্রকৌশলী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাইপগুলো তার অফিসে পাঠিয়ে দেওয়ার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পাইপগুলো অফিসের পাশে রয়েছে। তবে কোনো কাগজপত্র দেখাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এগুলো যাতে এখানে থেকে না সরায় সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর