শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

২৭ বছরেও ফেরেনি রিজিয়ার ভাগ্য

ফরিদপুর প্রতিনিধি

২৭ বছর মাস্টাররোলে চাকরি করার পরও স্থায়ী হতে পারেননি রিজিয়া বেগম। চাকরির শেষ প্রান্তে এসে তার চাওয়া মরার আগে যেন অন্তত তাকে স্থায়ী করা হয়। বর্তমানে দুই ছেলে ও চার মেয়ে নিয়ে রিজিয়া মানবেতর দিন কাটাচ্ছেন।

রিজিয়ার বাড়ি ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের দেওড়া গ্রামে। পরিবারের অভাবের কারণে বেশি পড়ালেখা করতে পারেননি। সংসারের অভাব ঘোচাতে ১৯৮৮ সালে ফরিদপুর জেলা পরিষদে এমএলএসএস পদে মাস্টাররোলে চাকরি নেন। দীর্ঘ ২৭ বছর একই পদে চাকরি করলেও তার ভাগ্যের পরিবর্তন হয়নি। রিজিয়া বলেন, ‘জেলা পরিষদের প্রায় ৫০ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে গত ২৭ বছরে। তাদের বেশির ভাগের চাকরি স্থায়ী হয়েছে। কিন্তু ব্যতিক্রম কেবল আমার ক্ষেত্রে।’ রিজিয়া জানান, বিভিন্ন সময় একাধিক মন্ত্রী ও সচিব আমার চাকরি স্থায়ীকরণের জন্য সুপারিশ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর