শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধামরাইয়ে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, দুর্ভোগে পৌরবাসী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, দুর্ভোগে পৌরবাসী

ধামরাইয়ের ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উপর ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা - বাংলাদেশ প্রতিদিন

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ পৌরসভার বিভিন্ন বাসাবাড়ির সামনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে পৌরবাসী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। পচা আবর্জনার কারণে মরে যাচ্ছে মহাসড়কের দুই পাশের লাখ লাখ টাকার গাছ। দুর্গন্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়রিয়াসহ বিভিন্ন রোগে। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। সরেজমিন দেখা যায়, ধামরাইয়ের আবদুস সোবান উচ্চ বিদ্যালয়ের সামনে, ঢাকা-আরিচা মহাসড়কের বাটা-সু- কোম্পানি, মুন্নু সিরামিকস কারখানা ও রোম আমেরিকান হাসপাতালের পাশে, ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে, ধামরাই সেন্ট্রাল স্কুলের বাসাবড়ির সামনে, টাঙ্গাইল ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুল ও কলেজের সামনের সড়কসহ ১৮টি পয়েন্টে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এসব আবর্জনা গভীর রাতে ফেলার নিয়ম থাকলেও তা ফেলা হচ্ছে দিনদুপুরে জনসম্মুখে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে এ ময়লা-আবর্জনা ফেলার কারণে সওজ বিভাগের রোপণকৃত কয়েক লাখ টাকার গাছ মারা গেছে। ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির জানান, ময়লার-আবর্জনার দুর্গন্ধে ধামরাইয়ের পরিবেশ নষ্ট হতে চলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর