মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বৃহস্পতিবার খুলনা বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, যশোর

পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার খুলনা বিভাগের দশ জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি। ফেডারেশনের যশোরস্থ আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল এ ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হয়। সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, কুষ্টিয়ায় রাজনৈতিক দলের ক্যাডাররা শ্রমিক ইউনিয়ন দখল করে নিয়েছেন। তাদের হাত থেকে শ্রমিক সংগঠনকে মুক্ত করা তাদের প্রধান দাবি। এছাড়া সড়কে অবৈধ টোল আদায় বন্ধ, মহাসড়কে স্থানীয়ভাবে নির্মিত অবৈধ যন্ত্রযান চলাচল নিষিদ্ধ, ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ এবং মহাসড়ক সংস্কার করার দাবি করেন তিনি। ধর্মঘট চলাকালে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ খুলনা বিভাগের দশ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর