মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ড্রেজার বাল্কহেড জব্দ, আটক ৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুটি ড্রেজার, একটি বাল্কহেড জব্দ ও ছয় ড্রেজার শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড। উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চরহোগলা এলাকায় গতকাল কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার সময় তাদের আটক করা হয়। চর হোগলা গ্রামের কৃষক দ্বীন মোহাম্মদ, আবুল কাসেম জানান, দীর্ঘদিন ইমাম হোসেন, নান্নু মিয়া, রফিক মিয়া ও হারুন মিয়াসহ  একদল সন্ত্রাসী কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক ড্রেজার দিয়ে কেটে নিচ্ছে। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। কৃষক জাহের আলী ও আব্দুল আউয়াল জানান, আমাদের এলাকায় কয়েকশ বিঘা জমির মাটি কেটে নেওয়া হয়েছে। আমরা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাই না। সোনারগঁাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেব খাঁন জানান, মেঘনা নদীর তীরবর্তী চরহোগলা এলাকায় কৃষকদের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আবু নাছের ভুঞা জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে ড্রেজার, বাল্কহেড ও ড্রেজার শ্রমিকদের আটক করা হয়েছে। হোসেনপুর ভ‚মি সহকারী কর্মকর্তা আব্দুর রউফ সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর