শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাক্ষ্য জটিলতায় কিবরিয়া হত্যা মামলায় দীর্ঘসূত্রতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাক্ষ্য গ্রহণ জটিলতায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বিচারকাজে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। আদালতে সাক্ষী হাজির হলেও অনুপস্থিত থাকছেন কারান্তরীণ আসামি। পর্যাপ্ত আসামি আদালতে হাজির না হলে বিধি অনুযায়ী সাক্ষ্য গ্রহণ থেকে বিরত থাকছেন বিচারক। ফলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করেও মামলার বিচারকার্যে গতি আসছে না। গতকাল নির্ধারিত তারিখে মামলাটির সাক্ষ্য গ্রহণ হয়নি। হরতালের কারণে কারান্তরীণ আসামিরা আদালতে হাজির হতে না পারায় বিচারক সাক্ষ্য গ্রহণ থেকে বিরত থাকেন। ট্রাইব্যুনালের বিচারক আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

মামলায় মোট ১৭১ জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও গত দেড় মাসে মাত্র আটজনের সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়েছে। এ আটজনের সাক্ষ্য গ্রহণ করতে ছয়বার তারিখ পেছাতে হয়েছে। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণের বিভিন্ন ধার্য তারিখে কারান্তরীণ ১৪ আসামির বেশির ভাগ ও একবার এক সাক্ষী অনুপস্থিত থাকায় মোট ছয়বার সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়।

সর্বশেষ খবর