শিরোনাম
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শ্লীলতাহানির প্রতিবাদ করায় দম্পতিকে কুপিয়ে জখম

চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াকুল মাদ্রাসা রোডে স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সুরুজ্জামান ও খাদিজা বেগম নামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত খাদিজা বেগম মারা গেছেন। অভিযোগ রয়েছে, হামলার ঘটনার পর স্বামী ও স্ত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে রেখেই মাতবররা ৩০ হাজার টাকায় জোরপূর্বক বিষয়টি আপস রফা করে দেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রূপগঞ্জ ও সোনারগাঁ সীমান্তবর্তী মোগড়াকুল মাদ্রাসা এলাকার সুরুজ্জামানের স্ত্রী খাদিজা বেগমকে একই এলাকার সাহেদ মিয়া শ্লীলতাহানি করে। সুরুজ্জামান তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন। এর জেরে সাহেদ, আলমগীর, রাকিব, রিফাতসহ ৭-৮ জন দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে সুরুজ্জামান ও খাদিজাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মারা যান খাদিজা। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর