বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ময়মনসিংহ আওয়ামী লীগে বিরোধ তুঙ্গে

ময়মনসিংহ আওয়ামী লীগে বিরোধ তুঙ্গে

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে দুই পক্ষের বিরোধের অবসান হয়নি। মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচন করতে গিয়ে দল থেকে পদত্যাগ করা নেতাদের পুনরায় জেলা কমিটিতে ফিরিয়ে আনার চেষ্টা এবং অবৈধ পন্থায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় নতুন করে বিরোধ দানা বাঁধছে। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার দলের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। এক সংবাদ বিবৃতিতে আবদুল মতিন সরকার জেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নামে ব্যক্তি ইচ্ছা পূরণের অপচেষ্টা চালানো হচ্ছে। অবৈধ পন্থায় ব্যক্তি ইচ্ছায় জেলা কমিটির শূন্যপদে গত বছরের নভেম্বরে কো-অপ্ট করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এ জটিলতা দূর না করে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা আহ্বান করা সম্ভব হচ্ছে না। কয়দিন আগে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, নান্দাইল উপজেলা কমিটি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি। এ কমিটি ভেঙে দেওয়ার এখতিয়ার জেলা কমিটির নেই।

সর্বশেষ খবর