সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জামালপুরে দুই বোনসহ বিভিন্ন স্থানে নিহত ১২

প্রতিদিন ডেস্ক

জামালপুরে দুই বোনসহ বিভিন্ন স্থানে নিহত ১২

জামালপুরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। এছাড়া সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেছে ১০ জনের। জামালপুরের ঝিনাই ব্রিজে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গতকাল দুই বোন নিহত ও আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন— পাংখা বেগম ও হাওয়া বেগম। সিলেট : শহরতলির পীরেরবাজারে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। রাস্তা ছেড়ে ট্রাকটি সিএনজি অটোরিকশা ও লেগুনা স্ট্যান্ডে ঢুকে পড়লে দুজন নিহত হন। আহত হন আরও তিনজন। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রফিক মিয়া ও বাবুল ওরফে মদন। চট্টগ্রাম : চন্দনাইশে গতকাল বাস-সিএনজি টেক্সি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন— টেক্সিচালক মো. মহিউদ্দিন ও যাত্রী সাজ্জাদ হোসেন। নোয়াখালী : সদর উপজেলার সোনাপুরে সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে গতকাল একজন নিহত ও  আহত হয়েছে চারজন। নিহত আরমান হোসেন কাদির হানিফ ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে। অপরদিকে সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয় সজিব নামে এক যুবকের। মাগুরা : সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মহিউদ্দিন বিশ্বাস নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। মহিউদ্দিন ঝিনাইদহ ডিবি পুলিশে কর্মরত ছিলেন। দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাউগা মোড়ে ট্রাক্টর চাপায় গতকাল সালমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সালমা দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে শনিবার সন্ধ্যায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে  পড়ে। এতে একজন নিহত ও তিনজন আহত হন। নিহতের নাম সুরাইয়া বেগম।

সিরাজগঞ্জ : তাড়াশে বাসচাপায় বৃদ্ধ জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল উপজেলার ঘরগ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর