বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হঠাত্ বেড়ে গেছে শিশু রোগীর সংখ্যা। গত দুই দিনে নিউমোনিয়া ও ডাইরিয়া আক্রান্ত ১২০ শিশু এ হাসপাতালে চিকিত্সা নিয়েছে। ৭৫ শিশু ভর্তি রয়েছে। ফলে ১৫ শয্যার শিশু ওয়ার্ডে স্থান সংকুলান হচ্ছে না। প্রয়োজনীয় সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিত্সক ও নার্সদের। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন জানান, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুরা নিউমোনিয়া, সর্দিকাঁশি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে, ঝিনাইদহেও ঠাণ্ডাজনিত কারণে সদর হাসপাতালে বেড়েছে শিশু রোগী। গত তিন দিনে এ হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ৪৪ শিশু ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডে শয্যাসঙ্কট থাকায় প্রতি শয্যায় দুই থেকে তিন জন শিশু রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। হাসপাতালটির বহির্বিভাগ ও জরুরি বিভাগের মাধ্যমে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিত্সা নিচ্ছে। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম জানান, এসব রোগে শিশুরা যাতে আক্রান্ত না হয় সেজন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর