রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌরসভা নির্বাচন ২০১৫

টুকরো খবর

প্রার্থীর ওপর পাথর নিক্ষেপ

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান জেমস ও তার কর্মী-সমর্থকদের ওপর পাথর এবং ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র সামছুজ্জামান অরুণ ও তার সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে শহরের ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গী রেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে অরুণ অভিযোগ অস্বীকার করেছেন।                - কুষ্টিয়া প্রতিনিধি

সিংড়ায় প্রচারণায় বাধা

নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শামীম আল রাজী ও দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে উপজেলা বিএনপি। শনিবার সিংড়া উপজেলা বিএনপি কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন অ্যাড. মজিবুর রহমান মন্টু।                 - নাটোর প্রতিনিধি

বৈধতা পেলেন বিএনপির প্রার্থী

গোপালগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তৌফিকুল ইসলামের বাতিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক তার করা আপিল মঞ্জুর করে  মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। -গোপালগঞ্জ প্রতিনিধি

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের আহবান : ময়মনসিংহের ফুলপুর, ত্রিশাল, মুক্তাগাছাসহ ৫ পৌরসভায় দলের বিদ্রোহী ৬ প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারের আহবান জানিয়েছে জেলা আওয়ামী লীগ। শনিবার জেলা পরিষদের সম্মেলনকক্ষে পৌরসভা নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে এ আহবান জানানো হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আব্দুল মতিন সরকার, এহতেশামুল আলম, ময়মনসিংহ পৌরসভার মেয়র  মো. ইকরামুল হক টিটু, এমদাদুল হক মন্ডল, মোফাখখার হোসেন খোকন প্রমুখ।                -ময়মনসিংহ প্রতিনিধি

মদনে সমঝোতা সভা পণ্ড

নেত্রকোনার মদনে শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত এ কে এম সাইফুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান তালুকদার শামীমকে নিয়ে সমঝোতা সভা পণ্ড হয়ে গেছে। উল্টো দলমনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।              -নেত্রকোনা প্রতিনিধি

বিদ্রোহী প্রার্থীর পদত্যাগ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লাপাড়া পৌর নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ফয়সাল কাদির রুমি। তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।         -সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর