সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌরসভা নির্বাচন ২০১৫

টুকরো খবর

শরীয়তপুরে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ

  শরীয়তপুর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ঋণ খেলাপি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছিল। প্রার্থিতা ফিরে পেতে তিনি গতকাল সকালে উচ্চ আদালতে আপিল করেন।

     — শরীয়তপুর প্রতিনিধি

নজিপুরে বৈধতা পেলেন জাপা প্রার্থী

আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেলেন নওগাঁর নজিপুর  পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আসগর আলী।      — নওগাঁ প্রতিনিধি

স্বতন্ত্র মেয়র প্রার্থীকে শোকজ

খাগড়াছড়ি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. রফিকুল আলমকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। গতকাল রিটার্নিং অফিসার বলেন, বিএনপির মেয়র প্রার্থী আবদুল মালেকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রফিকুল আলমকে শোকজ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।   — খাগড়াছড়ি প্রতিনিধি

যশোরে বিএনপি শৈলকুপায় আওয়ামী লীগের বিদ্রোহী বহিষ্কার

দলীয় মনোনয়ন না পেয়ে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীকে দলের সাধারণ সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগের পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন আবু তাহের সিদ্দিকী। এদিকে ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ঝিনাইদহ আওয়ামী লীগের দফতর সম্পাদক আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।     — প্রতিদিন ডেস্ক

নালিতাবাড়ীতে অনড় বিদ্রোহী প্রার্থী

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবদুল হালিম উকিল বিদ্রোহী প্রার্থী হিসেবে অনড় রয়েছেন। গতকালও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি।    —নালিতাবাড়ী প্রতিনিধি

হোসেনপুরে মতবিনিময় : কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা গতকাল আসাদুজ্জামান খাঁন অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ।  —হোসেনপুর প্রতিনিধি

ভালুকায় (ময়মনসিংহ) সভা : পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখা এক নির্বাচনী পরামর্শ ও বর্ধিতসভা করে। গতকাল উিপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

     —ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর