বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

১৭ ডিসেম্বর মুক্ত হয় কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ প্রতিনিধি

১৬ ডিসেম্বর সারাদেশ বিজয়ের আনন্দে মুখরিত হলেও কিশোরগঞ্জ শত্রুমুক্ত হয় ১৭ ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে পাক হানাদাররা ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ ছেড়ে চলে গেলেও তাদের দোসর রাজাকার-আলবদররা ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলায় পাকিস্তানি পতাকা আঁকড়ে থাকে। পরদিন সকালে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে কিশোরগঞ্জ ঘেরাও করলে রাজাকার-আলবদররা আত্মসমর্পণ করে। যুদ্ধের সময় কিশোরগঞ্জ ছিল রাজাকার-আলবদরদের শক্ত ঘাঁটি।  রক্তপাত এড়াতে মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর আক্রমণ না করে রাজাকারদের আত্মসমর্পণের সুযোগ দেন।

 

সর্বশেষ খবর