রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নারী শিক্ষার হার বাড়ায় এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন সহজ হয়েছে : ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতিসংঘের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন বলেছেন— বর্তমানে সারা বিশ্বে ভয়ঙ্কর সন্ত্রাস চলছে। একটি গোষ্ঠী বিশ্বশান্তি বিনষ্ট করে সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যার প্রভাব পড়ছে রাজনীতি ও অর্থনীতিতে। তিনি বলেন, জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তবে কেবলমাত্র শান্তিরক্ষা মিশনে কাজ করলে হবে না। বাংলাদেশে নারী শিক্ষার হার বাড়ায় এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন সহজ হয়েছে। বিশেষ করে নারী ও শিশু মৃত্যুহ্রাসের ক্ষেত্রে সফলতা এসেছে। শুক্রবার রাতে সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি এজেড রওশন জেবিন রুবার সভাপতিত্বে আরও বক্তৃব্য দেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য প্রমুখ।

সর্বশেষ খবর