বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গর্তে গর্তে বাঁচার অন্বেষণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গর্তে গর্তে বাঁচার অন্বেষণ

গ্রাম থেকে গ্রামে, খেতের পর খেত ছুটে বেড়ায় ওরা। হন্যে হয়ে খুঁজতে থাকে ধানখেতে ইঁদুরের গর্ত। কৃষকের ধান কাটা শেষ হলে সেসব গর্তেই শুরু হয় খোঁড়াখুঁড়ি। ইঁদুর ধরার জন্য নয়— ইঁদুরের গর্ত থেকে সংগ্রহ করা হয় ধানের শীষ। সেই ধান ঘরে নিয়ে কেউ বিক্রি করে, আবার কেউ সিদ্ধ-শুকনা শেষে চাল করে পেটের চাহিদা মেটায় তারা। এ চিত্র রংপুর অঞ্চলের। অগ্রাহায়ণের মাঝামাঝি সময় থেকে আমন খেতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহের কাজ করে একশ্রেণির নারী-পুরুষ। পিছিয়ে থাকে না ছোট ছেলে-মেয়েরাও। ইঁদুর খেতের ধানের শীষ কেটে গর্তে নিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। সেই গর্ত খুঁড়ে সংগ্রহ করে আনা হয় ধানের শীষ। রংপুরের আঞ্চলিক ভাষায় যাকে বলে ‘ইঁদুর দানা’

সর্বশেষ খবর