বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শত্রুতার আগুনে পুড়ল স্কুল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর ইউপির সুলতানপুর বাজার ও রেলস্টেশন সংলগ্ন সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে সোমবার দিবাগত রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে স্কুলের সাতটি কাঁচা-পাকা ঘরসহ পাঠ্যবই, কম্পিউটার, চেয়ার, টেবিল, বেঞ্চসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। স্কুলের প্রতিষ্ঠাতা লাইছুর রহমান অভিযোগ করেন, ২০১২ সালে তিনি ছাড়াও স্থানীয় মোহাম্মদ আলী ও লায়লা আরজুমান লুসি মিলে একটি কেজি স্কুল প্রতিষ্ঠা করেন। লুসিকে দায়িত্ব দেওয়া হয় প্রধান শিক্ষকের।

কয়েক বছরে প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম, দুর্নীতির সঙ্গে  জড়িয়ে পড়লে তিনিসহ কয়েকজন শিক্ষক সুলতানপুর কেজি স্কুল থেকে বের হয়ে পাশেই সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্কুলটিতে প্রায় ২৫০ ছাত্রছাত্রী রয়েছে। স্কুলটি অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়ায় শত্রুতার জের ধরে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ লাইছুরের। বোচাগঞ্জের ইউএনও রাসেদুল ইসলাম ও থানার ওসি হাবিবুল হক গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর