বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘জিন-ভূতের’ হাতে চার শ্রমিকের মৃত্যু গুজবে আতঙ্ক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ইপিজেডের তুং হিং (বাংলাদেশ) ম্যানুফেক্টরি লিমিটেড নামে হংকংয়ের মালিকানাধীন একটি কারখানায় জিনের হাতে চার শ্রমিকের মৃত্যুর গুজব ছড়ানোয় হাঙ্গামার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

জানা গেছে, কারখানাটি গত ৮ ডিসেম্বর থেকে কুমিল্লা ইপিজেডের নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু করে। শুরুতেই এ কারখানায় ‘জিন-ভূতের’ অস্তিত্ব আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরই জের ধরে গতকাল গুজব ছড়ানো হয় যে, জিনের হাতে কারখানায় চার শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শ্রমিক ও তাদের স্বজনরা ইপিজেডের গেটে ভিড় করেন। তারা জোর করে কারখানায় প্রবেশের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ অবস্থায় কারখানায় ছুটির ঘোষণা দেওয়া হয়। কারখানার কান্ট্রি ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে শ্রমিকরা কাজ করার সময় ৪র্থ তলায় সুইং ডিপার্টমেন্টের আলী হোসেন (২২) নামের এক শ্রমিক বাথরুমে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে গতকাল ভোরে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। গতকাল সকাল থেকে ওই কারখানায় চার শ্রমিকের মৃত্যুর গুজবে শ্রমিকদের স্বজনসহ ২০০/৩০০ জন বহিরাগত ইপিজেডের সংরক্ষিত এলাকায় ঢুকে তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সদর দক্ষিণ থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কুমিল্লা ইপিজেডের জেনারেল ম্যানেজার মেহেবুব আলী জানান, ওই কারখানার কোনো শ্রমিক মারা যায়নি, গুজবের কারণে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর