সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রতিদিন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল গতকাল (১০ জানুয়ারি)। ’৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে কারাবন্দি এই মহান নেতা ৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে পা রাখেন। ৭১ এর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী বীর বাঙালি জাতির কাছে আত্মসমর্পণ করলেও প্রকৃত অর্থে যেন বাংলাদেশের চূড়ান্ত বিজয় হয়েছিল ’৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরার দিন। দিবসটি উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

গোপালগঞ্জ : সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আব্দুল হালিম, আবুল বাশার খায়ের, গাজী গোলাম মোস্তফাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বগুড়া : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কার্যালয়ে রক্ষিত জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষপমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। বক্তব্য দেন ডা. মকবুল হোসেন, টিএম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ প্রমুখ। পাবনা : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠত হয়। মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে সভায় এম সাইদুল হক চুন্নু, মোশাররফ হোসেন বক্তব্য দেন। দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মাঠে হাডুডু খেলা ও বিকালে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। রাজশাহী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এছাড়া ক্যাম্পাসে আলোচনা সভা, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন র‌্যালিতে নেতৃত্ব দেন। মাগুরা : জেলা ছাত্রলীগের আয়োজনে র‌্যালি শেষে শহরের চৌরঙ্গীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু। বক্তব্য দেন আব্দুল মান্নান, স্বপন চোপদার, মীর মেহেদী হাসান রুবেল। নেত্রকোনা : সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হরিখালি বাজারে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. তরুণ কান্তি শিকদার, জয়দেব চৌধুরী। সভা শেষে মরহুম আবুল হাশেমের স্মৃতি সংরক্ষণে অতিথিরা মুক্তিযোদ্ধা স্মৃতি তোরণ উদ্বোধন করেন। নীলফামারী : জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে পূষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সাবেক সংসদ সদস্য অ্যাড. জোনাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় রোকনুজ্জামান জুয়েল, একেএম আমিনুল হক, অধ্যাপক গৌরাঙ্গ চন্দ  প্রমুখ বক্তব্য দেন। টাঙ্গাইল : জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সকালে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সমপনী বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আনসারী। লক্ষ্মীপুর : শহরের উত্তর তেমুহনী চত্বরে সভায় জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। বক্তব্য দেন অ্যাড নুর উদ্দিন চৌধুরী নয়ন, নুর নবী চৌধুরী, অ্যাড. শেখ মুজিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর