রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বদরগঞ্জে দুশ্চিন্তায় খামারিরা

বদরগঞ্জ প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে খুরারোগ। উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে পর্যাপ্ত টিকা না থাকার কথা। উপজেলা ঘুরে পাওয়া গেছে এমন তথ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় গরু খামারিরা। পৌরশহরের শাহাপুর মহল্লার ওবায়দুল হক বাদল জানান, খুরারোগে তার দুটি গরু মারা গেছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। একই এলাকার ছাদেকুল ইসলাম, কাজি আজাহার আলিরও দুটি করে গরু মারা গেছে। এছাড়া গত কয়েক দিনে রামনাথপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে আটটি, কালুপাড়া ইউনিয়নে পাঁচটি, পৌর শহরের বালুয়াভাটা মহল্লায় চারটি গরুর মৃত্যু হয়েছে। খুরারোগ আক্রান্ত হয়েছে বহু গরু।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন আহম্মেদ খুরারোগ ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে জানান, তাদের কাছে পর্যাপ্ত ওষুধ কিংবা ভেকসিন নেই। খুরারোগ হওয়ার আগেই ব্যবস্থা নিতে হয়। আক্রান্ত গরুকে টিকা কিংবা ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হয় না।

সর্বশেষ খবর