বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা সফরের গাড়ি ভাঙচুর ১০ ছাত্র আহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের গাড়ি ভাঙচুর করেছেন এলাকাবাসী। এ সময় শিক্ষা সফরগামী ১০ স্কুলছাত্র আহত হয়। পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়ার মহুয়ার মোড়ে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে বার্ষিক শিক্ষা সফরে নড়াইলের ইকোপার্কের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি সকাল ১০টার দিকে কোটালীপাড়ার মহুয়ার মোড় অতিক্রম করার সময় এক ছাত্র জানালা দিয়ে বিদ্যালয়গামী এক ছাত্রীর ওড়না ধরে টান দেয়। এ ঘটনায় স্থানীয় জনতা শিক্ষা সফরের বাসটি ভাঙচুর ও ছাত্রদের মারধর করেন। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. ছালেহ বলেন, ক্ষুদ্ধ জনতা যে বাসটি ভাঙচুর করেছে সেই বাসের কোনো ছাত্র ওই ছাত্রীর ওড়না টান দেয়নি। আমি যতটুকু জেনেছি আমাদের আগের বাসটি থেকে এক ছাত্র ওই ছাত্রীর ওপর পানি ছুড়ে মেরেছে। কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমল্পেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।

সর্বশেষ খবর