বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভালুকায় এমপির ভাতিজার বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ভালুকায় এমপির ভাতিজার বিরুদ্ধে মানববন্ধন

ভালুকায় এতিমের জমি দখল চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ভালুকায় এবার এক এতিমের প্রায় কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা চালিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. এম আমান উল্লাহর ভাতিজা তরিকুল ইসলাম তারেক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই ভাতিজার লোকজন। এ ঘটনার প্রতিবাদে গতকাল ভালুকা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি ময়মনসিংহ শাখা ও এলাকাবাসী। মানববন্ধনে জমির মালিক আল মুনাদী বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার পিতা লিয়াকত আলী  সাড়ে ২৬ শতাংশ জমি কেনার পর দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। পিতা মারা গেলে ওয়ারিশসূত্রে মালিক হয়ে তিনি তার নামে নামজারি ও জমাখারিজের মাধ্যমে ভোগদখলে আছেন। সম্প্রতি ওই জমির দাম বৃদ্ধি পাওয়ায় জমির ওপর নজর পড়ে তরিকুল ইসলাম তারেকের। এ নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত জমিতে বিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। আদালতের নির্দেশ অমান্য করে রবিবার রাতে ৫০-৬০ জনের একটি দল ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করে। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে আল মুনাদী বলেন, এ জমি জবরদখলের দুঃখে তার বাবা মারা যান এবং মা মানসিক প্রতিবন্ধী হন। তিনি বাবার একমাত্র সন্তান এবং এ জমিই তার শেষ সম্বল। এ জমির জন্য তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর