বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চাঁদপুর আওয়ামী লীগ সম্মেলনে হট্টগোল চেয়ার ছোঁড়াছুড়ি

চাঁদপুর প্রতিনিধি

পথে পথে নিজেদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সম্মেলনস্থলে চরম হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে গতকাল চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন। চাঁদপুর স্টেডিয়ামে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর দেড়টায় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় পতাকা এবং দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং কবুতর অবমুক্ত করে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী। সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. মো. শামছুল হক ভূঁইয়া। সম্মেলন শুরুর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলীয় কর্মীরা সম্মেলনস্থলে আসার পথে অন্তত পাঁচটি স্থানে নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শহরের ষোলঘর এলাকায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এরপর অতিথিরা সম্মেলনস্থলে এসে পৌঁছার আগে প্লাকার্ড প্রদর্শন নিয়ে দুই গ্রপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রচুর চেয়ার ভাঙা হয়।

সর্বশেষ খবর