শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সেতু পুনর্নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

সেতু পুনর্নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ

মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া সেতুটি দেড় যুগেও পুনর্নির্মাণ হয়নি। ছবিটি বুধবার তোলা —বাংলাদেশ প্রতিদিন

দেড় যুগেও পুনর্নির্মাণ হয়নি মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া সেতু। বেওথা খালের উপর এই সেতুটির দুই পাশের দুটি স্লাব ভেঙে যায় ৯৮ সালের বন্যায়। এরপর আর মেরামত না করায় খালের উভয় পাড়ের ২০ গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। খালের এপার-ওপার মিলে গড়ে উঠেছে স্কুল-কলেজ, বাজার, মসজিদ, এতিম খানাসহ অনেক প্রতিষ্ঠান। ঢাকা ও মানিকগঞ্জ শহরের যাতায়াতের রাস্তাটি ব্যবহারের উপযোগী হওয়ায় দৈনন্দিন কাজে প্রায় ২০টি গ্রামের মানুষ বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজটি পার হয়। প্রায়ই শিক্ষার্থীসহ লোকজন দুর্ঘটনার শিকার হন। মানিকগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মফিজ উদ্দিন বাবলু জানান সেতুটি পুনর্নির্মাণ জরুরি। বরাদ্দ পেলেই কাজ শুরু করবো।

সর্বশেষ খবর