রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বনভান্তের পরিনির্বাণ বার্ষিকী উদ্‌যাপন

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৌদ্ধ ধর্মীয় মহাগুরু শ্রাবক বুদ্ধ সর্বজনপূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের চতুর্থ পরিনির্বাণবার্ষিকী উদ্‌যাপন হয়েছে রাঙামাটি রাজবন বিহারে। এ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদ। প্রথম দিন শুক্রবার বনভান্তের মরদেহধাতুর সম্মুখে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূল অনুষ্ঠান গতকাল হয়। এরমধ্যে চিল বুদ্ধ পতাকা উত্তোলন, বনভান্তের মরদেহে পুষপাঞ্জলি অর্পণ, ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, পূজনীয় ভিক্ষুসংঘের মঞ্চে আগমন। অনুষ্ঠানমালায় যোগ দিতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, পুণ্যার্থী ও উপাসকের ঢল নামে। বিশেষ প্রার্থনায় ভক্ত, পুণ্যার্থীর চোখের পানিতে রাজবন বিহারে নেমে আসে শোকের ছায়া।

সর্বশেষ খবর