বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে ম্যাট্রিক্স সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বোর্ডবাজারে ম্যাট্রিক্স সোয়েটার কারখানা নামে  তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানাটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনা তদন্তে কাজ শুরু করেছে। জানা গেছে, কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও কর্মপরিবেশ ঠিক রাখার জন্য কারখানাটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি কারখানাটি খুলে দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া আজ শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মঙ্গলবার সোয়া ৭টার দিকে লাবিব গ্রুপের ‘ম্যাট্রিক্স  সোয়েটার লি.’ নামের  কারখানার গুদাম ঘরে আগুন লাগে। এতে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ।

সর্বশেষ খবর