বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্টুডিওর আড়ালে পর্নো ব্যবসা

মালিককে গ্রামবাসীর ধাওয়া

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ফাঁস হলো বিজিবির চাকরিচ্যুত এক সদস্যের পৈশাচিক কর্মকাণ্ড। স্টুডিও ব্যবসার আড়ালে ছবি তুলতে আসা কিশোরীদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের শ্লীলতাহানি করে। সেগুলো গোপন ক্যামেরায় ভিডিওচিত্র ধারণ করে তা গ্রাহকদের কাছে ছড়িয়ে দেওয়ার কথা টের পেয়ে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন নীলা স্টুডিওর মালিক চাকরিচ্যুত বিজিবি সদস্য আমিনুল ইসলাম মাসুম। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলার ফচিকা বাজারে স্টুডিওতে ব্যাপক তল্লাশি চালিয়ে গত শনিবার রাতে কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে আসে। এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল দুপুরে বাজারে বিক্ষোভ করে। তবে ঘটনা জানাজানির দুই দিন পার হলেও পুলিশ অভিযোগ নিচ্ছে না। নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম কম্পিউটার জব্দের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমীনসহ গ্রামবাসীর অভিযোগ, ফচিকা গ্রামের আবুল হাশেমের ছেলে আমিনুল ইসলাম মাসুম বিজিবির একজন চাকরিচ্যুত সদস্য। তার চাকরি চলে যাওয়ায় পর স্থানীয় ফচিকা বাজারে তার মেয়ে নীলার নামে ‘নীলা ডিজিটাল মডেলিং স্টুডিও’ নামে ব্যবসা শুরু করেন। সেখানে মাসুম স্টুডিও ব্যবসার আড়ালে এলাকার কিশোরীরা ছবি তুলতে এলে তাদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ধর্ষণ করত এবং গোপন ক্যামেরার মাধ্যমে তার ভিডিওচিত্র ধারণ করে তা উঠতি বয়সের কিশোর মোবাইল গ্রাহকদের কাছে চড়া দামে বিক্রি করত। মাসুমের এ ধরনের কর্মকাণ্ড এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার রাতে তার স্টুডিও ঘেরাও করে এলাকাবাসী।

সর্বশেষ খবর