শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জন জেলে

দিনাজপুর প্রতিনিধি

আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জন জেলে

স্কুলের নৈশপ্রহরী নিয়োগ নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পিটিয়ে আহত এবং তার কক্ষ তছনছ করার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলায় জামিন পেয়েছেন তিনজন আর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পাঁচ আসামির বিরুদ্ধে। গতকাল দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র রায়ের আদালতে আত্মসমর্পণ করে নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২৭ জন নেতা-কর্মী জামিনের আবেদন করলে বিচারক তিনজনের জামিন মঞ্জুর করে ২৪ জনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণের আদেশ দেন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে বৃহস্পতিবার ৩২ জনের মধ্যে ২৭ জন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে ২৪ জনকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আদালতে হাজির না হওয়ায় পাঁচ আসামি আবু ওয়ালি, উজ্জ্বল, মাসুদ, রানা ও আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৯ জন নৈশপ্রহরী কাম পিয়ন নিয়োগকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইউএনও অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর ও ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে।এ ঘটনায় ইউএনও অফিসের সুপার আবদুর রহমান বাদী হয়ে ৩ অক্টোবর ৩৫ জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই বজলুর রশিদ তদন্ত করে পাঁচজনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন এবং তদন্তকালীন আরও দুজনসহ ৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করেন।

সর্বশেষ খবর