শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীদের ভুল প্রশ্ন সরবরাহ : হট্টগোল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন মুরাদনগর উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত প্রশ্ন সরবরাহ করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে বিষয়টি শিক্ষার্থীরা টের পেয়ে হট্টগোল সৃষ্টি করলে কেন্দ্রে ছুটে যান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। গতকাল মুরাদনগর উপজেলার চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  সূত্র জানায়, গতকাল চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিন্দু ধর্ম পরীক্ষা শুরু হলে ওই কেন্দ্রের ৯ নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। সরবরাহকৃত প্রশ্নে পরীক্ষা শেষ করার পর বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনসুর উদ্দিন জানান, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে নিয়মিত ৯ পরীক্ষার্থীকে অনিয়মিত প্রশ্ন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষকেও তা অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর