মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ইউপি নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু ---- জাবেদ আলী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষুম ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা পর্যবেক্ষণ করবেন। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মোট ব্যয়ের তিন ভাগের দুই ভাগই খরচ করা হয় এই বাহিনীর পেছনে। বাকি এক ভাগ সার্বিক ব্যয়।

গতকাল বিকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে তার সভাকক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার হোসেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ হারুন-অর রশীদ, জেলার ৬৮টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৬ থানার ভারপ্রাপ্ত কর্মর্তারা।

সর্বশেষ খবর