শিরোনাম
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আদালত প্রাঙ্গণে হট্টগোল, মামলা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট আইনজীবী সমিতি কর্তৃক বর্জনকৃত আদালতে মামলা পরিচালনাকে কেন্দ্র করে গতকাল আদালত প্রাঙ্গণে হট্টগোল শুরু হয়। এ সময় এজলাশের ভিতর অবরুদ্ধ হয়ে পড়েন তিন আইনজীবী। পুলিশ তাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। ভাঙচুর করা হয় আদালত কক্ষের জানালা। এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির আবদুল হান্নান মামলা করেছেন। জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবীদের বর্জনকৃত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালতে আইনজীবী আশরাফ আলী, শাহজাহান আলী (১) ও আহসান হাবিব একটি মামলার শুনানিতে অংশ নেন। আইনজীবী সমিতির আদালত বর্জনের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও শুনানিতে অংশ নেওয়ার খবর পেয়ে ৩০-৪০ আইনজীবী ওই আদালতের বারান্দায় হট্টগোল শুরু করেন।

সর্বশেষ খবর