মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কাপ্তাই হ্রদ দূষণমুক্ত ও কচুরিপানা অপসারণে পাইলট প্রকল্প

রাঙামাটি প্রতিনিধি

কৃত্রিম জলরাশি বাংলাদেশের কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত এবং কচুরিপানা অপসারণ করতে পাইলট প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে নৌ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে নদীপথে যাতায়াত, রোগী আনা-নেওয়া, কৃষকদের উত্পাদিত পণ্য পরিবহনে সৃষ্টি হয়েছে নানা সমস্যার। হ্রদের কচুরিপানা অপসারণ করা না হলে সংকট উত্তরণের কোনো উপায় নেই। উল্লেখ্য, কাপ্তাই জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ  স্থাপনে খরস্রোতা কর্ণফুলি নদীর ওপর রাঙামাটির কাপ্তাইয়ে ১৯৬০ সালে নির্মিত হয় কাপ্তাই বাঁধ। এতে সৃষ্টি হয় বিশাল জলরাশি কাপ্তাই হ্রদ। যার আয়তন প্রায় ৭৫০ বর্গকিলোমিটার। দীর্ঘ ৫৬ বছরেও  ড্রেজিং না করায় ক্রমে ভরাট হচ্ছে  হ্রদের তলদেশ।

সর্বশেষ খবর