বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ঝুট ব্যবসা নিয়ে ডিবি ছাত্রলীগ গুলিবিনিময়

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের নামা গেন্ডায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ডিবির এসআই জিল্লুসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ বলছে, নামা গেন্ডায় ডায়নামিক (ঢাকা) সোয়েটার নামের একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে মোশারফ নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের। গতকাল বিকালে ওই কারখানার সামনে মোশারফ লাঠিসোঁটা নিয়ে গেলে ওতপেতে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষ থামাতে এগিয়ে যান ডিবি পুলিশের এসআই জিল্লু। একপর্যায়ে এসআই জিল্লুসহ ২৫ জনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ওই এলাকায় বেশ কয়েকটি মার্কেটে ভাঙচুর চালিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা। একপর্যায়ে ডিবি পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ১৫ রাউন্ড গুলিবিনিময় হয়। খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ডিবির এসআই জিল্লুসহ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ খবর