বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অজুহাতে মাহফিল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনের আচরণবিধি ভঙ্গের কথা বলে গতকাল ওয়াজ মাহফিলের আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক আয়োজকদের ডেকে মাহফিল করা যাবে না বলে জানিয়ে দেন। আয়োজকরা জানান, ১৫ দিন আগে জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন তারা। শহরের কাজীপাড়ার জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়ের ১১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুরু হওয়ার কথা ছিল বুধবার বিকালে। মহাসম্মেলন ঘিরে কয়েকদিন ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। নির্মাণ করা হয় প্যান্ডেলও। এ দিন সকালে মাদ্রাসা কর্তৃপক্ষকে ডেকে পাঠান জেলা প্রশাসক। মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও শিক্ষক মুফতি এনামুল হাসান জেলা প্রশাসক ড. মুহম্মদ মোশাররফ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা জানিয়ে মাহফিল করতে পারবে না বলে জানান। জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচন চলাকালে এমন আয়োজনে আচরণবিধি লঙ্ঘনের একটা ব্যাপার আছে। এছাড়া তারা আমাদের অনুমোদন নেননি।’ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আচরণ বিধিতে ওয়াজ মাহফিল করা যাবে না এমন কিছু বলা নেই। সভা-সমাবেশ নিষেধ করা আছে।

সর্বশেষ খবর