মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা কর্মকর্তাকে চড়থাপ্পড় ভাইস চেয়ারম্যানের

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোহাদ্দেছ হোসেনের হাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জরাজীর্ণ বিদ্যালয় মেরামতের আশ্বাস দেওয়ার পর উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়ায় ভাইস চেয়ারম্যান শিক্ষা কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে গতকাল এ ঘটনা ঘটে। তবে ভাইস চেয়ারম্যান শিক্ষা কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার পিইডিপি-৩ এর আওতায় জরাজীর্ণ ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড় ধরনের মেরামতের জন্য তালিকা চাওয়া হয়। উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা পাঁচটি করে এবং উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন চারটি বিদ্যালয়ের তালিকা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেন। ওই সময় তিনি ওইসব স্কুল মেরামতের আশ্বাসও দেন। পরে চারটি স্কুল বাদ দিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ১০টির তালিকা পাঠানো হয়। গতকাল ভাইস চেয়ারম্যান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার কারণ জানতে চান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি শিক্ষা কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেন। ধামরাইর ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষা কর্মকর্তার ইচ্ছার উপর নির্ভর করে মামলার বিষয়।

সর্বশেষ খবর