সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নালিতাবাড়ীতে আতঙ্কে ভোটাররা

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে আতঙ্কে ভোটাররা

ইউপি নির্বাচন

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রথম ধাপে কাল ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় প্রতিদিনই চলছে হুমকি-ধমকি মারামারি ও ক্যাম্প ভেঙে দেওয়ার মতো ঘটনা। সরকার দলীয়দের দাপটে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কি না এ নিয়ে আতঙ্কে রয়েছেন ভোটাররা। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরাও। ১২ ইউনিয়নের বিভিন্ন প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও নেতা-কর্মীরা বিভিন্ন সভায় ‘এক ভোট পেলেও নৌকা বিজয়ী হবে’ প্রকাশ্যে দিচ্ছেন এ ধরনের বক্তব্য। বিরোধী প্রার্থীদের নানাভাবে দিচ্ছেন হুমকি-ধামকি। সাধারণ মানুষ নির্বাচনে কেন্দ্র  দখল ও ভোট কারচুপিসহ সহিংসতার আশঙ্কা করছেন। জেলা প্রশাসক ডাক্তার পারভেজ রহিম জানান, ‘নির্বাচন সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন আমি নিজে উপজেলার ইএনওর দায়িত্ব পালন করবো। কোনো অবস্থায় প্রশাসন আপস করবে না। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু।’

সর্বশেষ খবর