বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

টাকা চাওয়ায় শিশু ইসমাইলকে হত্যা করেন ভাবী

হবিগঞ্জ প্রতিনিধি

টাকা চাওয়ায় শিশু ইসমাইলকে হত্যা করেন ভাবী

হবিগঞ্জের মাধবপুরে শিশু ইসমাইল হত্যারহস্য উদঘাটন করেছে পুলিশ। ভাবী শাপলা ইসমাইলকে গলাটিপে হত্যা করে ঘরে ধানের গোলার নিচে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে শাপলা এ স্বীকারোক্তি করেন। এর আগে পুলিশের কাছেও একই তথ্য দেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাধবপুর পৌর শহরের পশ্চিম পাড়ার রজব আলীর ছেলে ইসমাইল (৫) শনিবার নিখোঁজ হয়। এ ব্যাপারে রজব আলী থানায় সাধারণ ডায়েরিও করেন। সোমবার বড় ভাই জুয়েলের ঘর থেকে গন্ধ বের হলে তল্লাসি করে ইসমাইলের লাশ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইলের বাবা, মা, ভাই জুয়েল ও ভাবী শাপলাকে আটক করে। ঘটনার দিন রাতে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইসমাইলকে হত্যার কথা স্বীকার করেন শাপলা। তিনি জানান, ২৬ মার্চ সকালে ইসমাইল তার কাছে মজা খাওয়ার জন্য ২০ টাকা চায়। ২০ টাকা না দিলে ইসমাইল তাকে গালি দেয়। এতে রাগান্বিত হয়ে ইসমাইলকে খাটের উপর ফেলে গলা টিপে ধরেন। ঘটনাস্থলেই মারা যায় ইসমাইল। পরে লাশ ধানের গোলার নিচে লুকিয়ে রাখেন। পরিকল্পনা ছিল রাতে মরদেহ পানিতে ফেলে দেবেন।

সর্বশেষ খবর