বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

১০ বছর সাজা ভোগের পর ফের জেলগেটে আটক

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরে বোমা হামলা মামলার এক আসামি ১০ বছর সাজাভোগের পর গতকাল মুক্তি পান। সিআইডি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলগেট থেকে আবার আটক করেছে। আটক আসাদুল ওরফে জাহাঙ্গীর গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়ার আব্দুল ওয়াহিদের ছেলে। গাজীপুর হাইসিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার শাহ শরীফ আহমেদ জানান, দেশব্যাপী একযোগে বোমা হামলায় অভিযুক্ত জাহাঙ্গীরকে ২০০৬ সালের ৩০ এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে। উচ্চ আদালত তাকে ১০ বছরের সাজা দেন। সাজাভোগ শেষে মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়। জাহাঙ্গীরের মা হোসনে আরা জানান, মঙ্গলবার সকালে ছেলেকে নেওয়ার জন্য কারাগার থেকে তার কাছে ফোন আসে। দুপুরে কারাগেটে আসার পর পুলিশ তাকে সরিয়ে দেয়। জয়দেবপুর থানার ওসি জানান, ঢাকা থেকে সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরকে নিয়ে গেছে। আরও জঙ্গি হামলায় তার জড়িত থাকার বিষয়ে পুলিশ সন্দেহ করছে। জাহাঙ্গীরের বাবা দৃষ্টিপ্রতিবন্ধি আব্দুল ওয়াহিদ বলেন, পুলিশ প্রভাবিত হয়ে অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করেছে। আমার ছেলে ভাংনাহাটী মাদ্রাসায় ফাজিল শ্রেণীর শিক্ষার্থী ছিল। আমার ছোট মেয়ে ফাতেমাকে জনৈক রেজার সাথে বিয়ে দেওয়ার ২১ মাস পর জানতে পারি রেজা জেএমবির সদস্য। এ সংবাদ জানার পরই রেজাকে আমার মেয়ে ডিভোর্স দেয়। জেএমবির সঙ্গে যোগসূত্র থাকায় আমার জামাতার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। অথচ সেই সূত্রতার জেরে আমার ছেলেকে অভিযুক্ত করা হয়েছে। জাহাঙ্গীরের মধ্যে জেএমবি সদস্যের কোনো আচরণ বা যুক্ত থাকার কথা এলাকাবাসিসহ আমরা কখনও শুনিনি।

সর্বশেষ খবর